- নন-টেকনিক্যাল দক্ষতা(Transferable skill), কি বা কেন?
- ক্যারিয়ার সফলতা ৮০% জরুরী কেন?
- ২০% টেকনিক্যাল
চাকুরী জীবনের বিশ বছর পরে বৃটিশ কোম্পানীতে চাকুরীর সময় আমি মানবিক দক্ষতা বা Transferable skills সম্পর্কে জানতে শুরু করি এবং বিগত এক যুগ ধরে আমি এসম্পর্কিত কোর্স করা, এর প্রয়োগ এবং ট্রেনিং প্রদান শুরু করি। বৃটেনে ১৬ বছর থেকে কাজ করে খন্ডকালীন চাকুরী করে পড়াশুনা করে অনেকে। এ বয়স থেকে ক্যারিয়ারের যেকোনো সময়ে মানবিক দক্ষতা (Transferable skills), ক্যারিয়ারের সফলতার ৮০% ভুমিকা পালন করে। আমি প্রতিদিন টিম মিটিং, ইন্টার্ভিউ, ইমেইল, ডকুমেন্টেশন, চ্যালেঞ্জ মোকাবিলা, টিম লিড করা প্রতি ক্ষেত্রে এ দক্ষতা সর্বাধিক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
বাংলাদেশের চাকুরী প্রত্যাশী বা চাকুরীজীবিদের জন্য এ কোর্স ক্যারিয়ার গঠনে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।